দেবহাটায় মুজিববর্ষ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ১০ জানুয়ারী ২০২০ তারিখ হতে ক্ষন গণনা (কাউন্ট-ডাউন) পালনে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, দেবহাটা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা অধীর চন্দ্র গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, উত্তরণের দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর আলীম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় মুজিব বর্ষ উদযাপনে নানা কর্মসুচী ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।