৩ দিন থাকবে বৃষ্টিপাত
তীব্র শীতের ধকল কিছুটা কাটিয়ে উঠেছিল দেশবাসী। এরই মাঝে গতরাতে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আবার শুরু হতে যাচ্ছে আরেকদফা বড়সড় ঠাণ্ডার দাপট। এই বৃষ্টিতে নগরবাসী বেশ বিপাকে পড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে গতকাল বৃহস্পতিবার থেকে। গতকাল দিবাগত রাত ১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এর আগে গত রোববার ২৯ ডিসেম্বর থেকে আবহাওয়া অফিস জানাচ্ছিল, ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী- আগামী ৩ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। তার পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও শৈতপ্রবাহ পড়বে। এতে বাড়বে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানান, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে
এদিকে, আজ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুরে শীতবস্ত্র বিতরণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরইমধ্যে সারা দেশে প্রায় ৩২ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।