নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল প্রকাশ
সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন শিক্ষার্থীদের শতভাগ পাশ করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে উৎসাহ-উদ্দীপনায় প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. তৈয়েবুর রহমান, নাজমুন লাইলা, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, নাজমা খাতুন, কবির আহমেদ, শামীম পারভেজ, নওরোজ, ফারুক আহম্দে প্রমুখ।
এসময় ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া এবছর জেএসসি পরীক্ষার ফলাফলে ১৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করে। এর মধ্যে এ প্লাস ৬ জন, এ ৪০ জন, এ মাইনাস ৩২ জন, বি ৩০ জন, সি ২৩ জন এবং ডি ১ জন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আক্তারুজ্জামান।
Please follow and like us: