৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। অর্থাৎ এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এবার শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। গতবছর এ সংখ্যা ছিল ৪৩টি। অর্থাৎ এবার ১০টি শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে।
অন্যদিকে, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২৪৩টি। শিক্ষামন্ত্রী বলেন, গতবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৬৯টি। এবার বেড়েছে ৪৭৪টি।
Please follow and like us: