জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাড়ে ৭৬ হাজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ৮৭.৫৮ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। এছাড়া এ বছর জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।
শুরুতে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রীর হাতে পিইসির ফল তুলে দেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ফলাফল তুলে দেন। এরপর প্রতিটি শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।