সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার ৪ জনসহ গ্রেফতার ১৭
সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার ৪ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ২০ পিচ ইয়াবা,১০০ বোতল ফেন্সিডিল, ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
সোমবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন,কলারোয়া থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ৪ জন,শ্যামনগর থানা থেকে ২ জন,আশাশুনি থানা থেকে ৩ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।।তিনি আরো বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এছাড়া সাতক্ষীরা সদর, কলারোয়া ও কালিগঞ্জ থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৩ টি মামলা হয়েছে।
Please follow and like us: