কালিগঞ্জে সমাজ পরিবর্তনে যুব সংহতি স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১০টায় লিডার্সের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সমাজ পরিবর্তনে যুব সংহতি স্কুল বিতর্ক একমাত্র লোকজ সংস্কৃতিই পারে সামাজিক সম্প্রীতি রক্ষা করতে বিষয়ে পক্ষে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় বিতাকিক দল অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। মডারেটর দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ।
বিচারক ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, লিডসের প্রকল্প সমন্বয়কারী শওকাৎ আলী। লিডাসের উপজেলা সমন্বয়কারী সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সনদ চক্রবর্তী, প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার, লিডাসের মৌতলা ইউনিয়ন ফ্যাসিলিটির শম্পা বিশ্বাস, বাবর আলী প্রমুখ। পরে পানিয়া আদর্শ মাধ্যমিক ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।