সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে পৌরসভার ০৪নং ওয়ার্ডে সুলতানপুর পৌর কাউন্সিলর’র কার্যালয়ে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এ সময় সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কনকনে শীতের কষ্ট লাঘবে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে ৬শ’২০টি দূস্থ্য শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর অণিমা রাণী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ মাহমুদ আলী আবির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, শাহাজান কবির সাজু, কাজী বিল্লাল হোসেন, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রহিম বাবু, আব্দুল হাকিম, শেখ জাহাঙ্গীর হাসান, বিপ্লব, শাওন, সুমন, আকিব, সাকিব প্রমুখ। এসময় সুলতানপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।