শ্যামনগরের জয়নগর মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ মিলনায়তনে মাওলানা নেছারউদ্দীনের (পীর সাহেব) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। আরবি প্রভাষক মোঃ রবিউল ইসলাম ও মাওলানা নুরুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, বিমান বাহিনীর সদস্য গোলাম রব্বানী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, সমাজসেবক রফিকুল ইসলাম মোল্যা, কৃষ্ণনগর ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুল মাজেদ, ইউপি সদস্য রাজগুল সরদার, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডাঃ সাইফুল্যাহ, সাবেক ইউপি সদস্য মাওলানা মিজানুর রহমান সহ শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সূধী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে মাদ্রাসার ২০১৯ সালের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।