কলারোয়ায় ৪১৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসাদুল আটক
কলারোয়ায় ৪শ’১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আসাদুল মোল্ল্যা (৩২) উপজেলার কুমারনল গ্রামের মৃত আনিচ উদ্দীনের ছেলে। পৌরসভাধীন ঝিকরা গ্রাম থেকে শনিবার বিকেলে তাকে থানা পুলিশ আটক করে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী আসাদুলকে ৪শ’১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ঝিকরা গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে শনিবার বিকেলে ৪টার দিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। রবিবার সকালে আটককৃতকে সাতক্ষীরার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Please follow and like us: