জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে নেতৃবৃন্দ আবারও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান ও শফিসহ সংগঠনের নেতৃবৃন্দ।