মাধ্যমিকে যোগ হচ্ছে নতুন দুই বিষয়
দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ সাল থেকে কারিগরি শিক্ষা চালু করা হবে। আর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে।
শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় তিনি জানান, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে ট্রেড (বিষয়) চালু হচ্ছে। এসব ট্রেড শিখে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে তুলতে পারবে।
ডা. দীপু মনি বলেন, এ বছরের শুরুতে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারি রাখছি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সরকার এখন দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। কারিগরির পাশাপাশি সাধারণ ধারার বিদ্যালয় ও মাদরাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি কারিগরি বিষয় (বৃত্তিমূলক) বাধ্যতামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ ২০২১ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।