মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ৮দলীয় ব্যাডমিনটন টুর্নামেন্ট অনুষ্ঠিত হযয়েছে। শুক্রবার সন্ধ্যায় টি.কে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুখরালী ইয়াং জেনারেশনের আয়োজনে ও আইডিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সহযোগিতায় এ ব্যাডমিন্টন খেলা আয়োজন করা হয়।
ব্যাডমিন্টন খেলায় বিভিন্ন খেলোয়াড়দের সমন্বয়য়ে ৮টি দল অংশ নেয়। খেলা শেষে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আইডিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজিং ডিরেক্টর মোঃ রবিউল ইসলাম এসময় আরও উপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ, অপারেশন ইনচার্জ কামরুজ্জামান, ইয়াকুব আলী, তপু, সবুজ প্রমুখ।
Please follow and like us: