শীত বৃষ্টি উপেক্ষা করে বারানগর খালের পানি স্বাভাবিক করতে গেলেন- এসিল্যান্ড
তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বারানগর খাল ভরাট জমি বিভিন্ন ব্যক্তির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়।
কিছুদিন পরে সেখানে দেখা যায় মাছ চাষের জন্য ঘের করা হয়েছে। ফলে পানি প্রবাহের জন্য যে ১০ ফুট করে জায়গা ছেড়ে দেওয়া ঠিকমতো ছাড়া হয়নি । প্রচণ্ড শীত বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পানি প্রবাহ স্বাভাবিক করতে বিভিন্ন ব্যক্তিদের ঘের এর মধ্য দিয়ে কেটে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়।
এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ সদস্যগণ, খলিশখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যগণ, খলিশখালী গ্রাম পুলিশ বাহিনী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ খলিশখালী বারা নগর এলাকার জনসাধারণ সহযোগিতা করেন।
Please follow and like us: