তালার সন্তান সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
সাতক্ষীরার তালা উপজেলার ৬নং নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার সাতক্ষীরা জেলার ২০১৯ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। মোঃ আব্দুস সাত্তার তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নের আটারই গ্রামের অধিবাসী।পিতা ওয়াজেদ শেখ ও মাতা রিজিয়া বেগমের চার সন্তানের মধ্যে সে দ্বিতীয় ছেলে ।বড় ভাই মোস্তাক আহম্মেদ, ম্যানেজার নওগা জেলার (ইস্পাহানি চা) ও ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ সেনাবাহিনী ও ছোটবোন লিপি খাতুন ।
মোঃ আব্দুস সাত্তার। তিনি ২০১৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। সে বি দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, তালা ও তালা সরকারি কলেজ থেকে এইচ এস সি,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রী লাভ করেন।তার ভাগ্য এত সু প্রসান্ন যে একাধিক সরকারী চাকুরী হয়েছিলো। পোস্ট মাষ্টারের চাকুরী ছেড়ে তিনি শিক্ষকতাকেই পেশা হিসাবে নিয়েছেন। দেশ ছাড়াও তিনি বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি বিভিন্নভাবে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও শতভাগ উপস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন।
Please follow and like us: