দেবহাটায় এলজিএসপি’র অর্থায়নে সেলাই মেশিন ও আরসিসি পাইপ বিতরণ
দেবহাটায় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) – ৩ এর অর্থায়নে উপজেলার অসহায় দারিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নের লক্ষে সেলাই মেশিন এবং পানি নিষ্কাশনের আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে চলতি অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও আরসিসি পাইপ বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এসময় এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আজাদুর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা সহ সখিপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: