কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
সোমবার সকালে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণাসহ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল জব্বার। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আনারুল ইসলাম, মাওলানা আব্দুদ দাইয়ান, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, সমীর কুমার সরকার, অভিভাবক রাণী বিশ্বাস, রোকসানা পারভীন পারুল প্রমুখ।
বার্ষিক পরীক্ষার ফলাফলে ৯ম শ্রেণি হতে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মাহি আল হাসান মাহি, দ্বিতীয় স্থান লাভ করে তরিকুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করে সুমাইয়া আক্তার মুন্নি, ৭ম শ্রেণি হতে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করে মোহিত লাল বিশ্বাস, দ্বিতীয় স্থান লাভ করে তাসনিম কবির, তৃতীয় স্থান লাভ করে খান নাজিব উদ্দীন, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অধিকার করে বুশরা, দ্বিতীয় সাথী এবং তৃতীয় স্থান অর্জন করে খাদিজা খাতুন। বার্ষিক পরীক্ষার ফলাফলে স্কুল শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারটি অর্জন করে ৭ম শ্রেণির মোহিত লাল বিশ্বাস। এছাড়া, অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। একই অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মশিউর রহমান।