এমপি রুহুল হক ও এসএম কামাল হোসেনকে দেবহাটা উপজেলা আ’লীগের শুভেচ্ছা
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি পুনরায় মনোনীত হওয়ায় হওয়ায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এসএম কামাল হোসেন মনোনীত হওয়ায় উভয়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
রবিবার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা পৃথক ভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।