কেশবপুরে দরিদ্র, অসহায় ও শীতার্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাটাখালী বাজার এলাকা ও কালীচরণপুর গ্রামে দরিদ্র, অসহায় শীতার্থদের বাড়িতে বাড়িতে যেয়ে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিতরণকালে সুফলকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, ইউপি সদস্য সুজিত মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত কয়েক দিন যাবৎ কেশবপুরে ব্যাপক শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধরা বাড়ি থেকে বের হতে পারছে না। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান দরিদ্র, অসহায় শীতার্থ মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে কম্বল বিতরণ করেছেন। আকস্মিকভাবে কম্বল পেয়ে ঐ সকল দরিদ্র, অসহায় শীতার্থ মানুষ আনন্দিত হচ্ছেন।
Please follow and like us: