তালায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ এর কমিটি গঠন
তালায় শুক্রবার(২০ ডিসেম্বর) তালা সদর ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। সকালে তালা মোবারক পুর মহা শ্বশানে জেলা হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ এর সদস্য সচিব সুধাংস শেখর সরকারের সভাপতিত্বে ও তালা উপজেলা হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষের উপস্থিতিতে হƒদয় সাধুকে সভাপতি এবং উজ্জ্বল গুহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অমল সেন এর পরিচালনায় উক্ত কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি উদয় গুহ, বিকাশ সাধু বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক অমল সেন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত গুহ, কোষাধ্যক্ষ সাধন দত্ত, দপ্তর সম্পাদক কুমারেশ হালদারসহ ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ছাড়াও ৪জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়।
উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ বসু, সন্তোষ সাধু, শক্তিপদ ঘোষ। অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির নির্বাচনের সময় ৫শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণা করার পর মধ্যাহƒ ভোজের আয়োজন করা হয়।