২০১৯ সালে সর্বোচ্চ আয়ের ১০ ইউটিউব চ্যানেল
বছরের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা। এরইমধ্যে শুরু হয়েছে হিসাব-নিকাশ। ২০১৯ সালে ইউটিউব থেকে কোন চ্যানেল কত আয় করেছে সে অঙ্কটা প্রকাশ হয়েছে সম্প্রতি। আয়ের ভিত্তিতে শীর্ষ দশ ইউটিউবারের তালিকাটি তৈরি করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। চলুন দেখে নেয়া যাক আয়ের হিসেবে ২০১৯ সালের শীর্ষ দশ ইউটিউবারদের-
১. রায়ান কাজি: দুই কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন আট বছর বয়সী এই ইউটিউবার।
২. ডুড পার্ফেক্ট: দুই কোটি ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চ্যানেলটি।
৩. নাস্তেয়া: পাঁচ বছর বয়সী ইউটিউবার আনাস্তাসিয়া র্যাজিনস্কায়ার চ্যানেলটি আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার।
৪. রেট অ্যান্ড লিঙ্ক: ফোর্বসের হিসেবে এক কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে রেট অ্যান্ড লিঙ্ক।
৫. জেফরি স্টার: এক কোটি ৭০ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন জেফরি স্টার।
৬. প্রেসটন আর্সেমেন্ট: মোট আয় করেছেন এক কোটি ৪০ লাখ।
৭. পিউডিপাই: পিউডিপাইয়ের এ বছরে আয় হয়েছে এক কোটি ৩০ লাখ ডলার।
৮. মার্কিপ্লায়ার: পিউডিপাইয়ের সমপরিমাণ আয় করেছেন মার্কিপ্লায়ার।
৯. ড্যানিয়েল মিডলটন: এক কোটি ২০ লাখ ডলার আয় করে তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন ড্যানিয়েল মিডলটন।
১০. ইভান ফঙ: ২০১৯ সালে ইভান ফঙ’য়ের আয় হয়েছে এক কোটি ১৫ লাখ ডলার।