তালায় বাল্য বিবাহের অপরাধে ছেলে-মেয়ের অভিভাবকদের জরিমানা
তালায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতা, বরের বড় ভাই ও বড় চাচাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে এ রায় প্রদান করেন।
এ সময় অপ্রাপ্ত বয়স্ক কনের পিতা উপজেলার ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লকে ১০ হাজার টাকা, বরের বড় ভাই দোহার গ্রামের মৃত: শেখ মতিউর রহমানের ছেলে গোলাম আজম শেখকে ১০ হাজার এবং বরের বড় চাচা দোহার গ্রামের শেখ মুজিবুর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালা উপজেলার দোহার গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম আজাদের সাথে ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লের নাবালিকা কন্যা ও ইসলামকাটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিকঠাক হয়। এনিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কনের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এ খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা থানার এসআই মোঃ আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন।
পরে নাবালিকা কনের সাথে বিয়ে ঠিক করার অপরাধে কনের পিতা, ছেলের বড় ভাই ও বড় চাচাকে উক্ত সাজা প্রদান করা হয়। এ সময় তারা জরিমানার টাকা পরিশোধ করেন এবং পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত ছেলে-মেয়েকে বিয়ে করাবে না বলে মুচলেখা দিয়ে মুক্তি পান। তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।