ঠান্ডায় কাবু হয়ে রাস্তায় কুমির
জলের কুমির ডাঙায় আসা নিত্যনতুন ঘটনা নয়। কিন্তু সরাসরি শহরে এসে রাস্তা পার হওয়ার দৃশ্য তো চমকে যাওয়ার মতো! কানাডার মন্ট্রিলে কুমিরের রাস্তা পার হওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওটিতে দেখা যায়, রাস্তা পার হচ্ছে একটি কুমির। ভয়ঙ্কর সুন্দরপ্রাণীকে দেখে চালকরাও ধীরেসুস্থে গাড়ি চালিয়ে রাস্তা পেরনোর সুযোগ করে দিয়েছেন। রাস্তা পেরিয়ে সে ঢুকে পড়ে একটি পার্ক করে রাখা গাড়ির তলায়।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, জ্যারি স্ট্রি ইস্টে কুমিরটির রাস্তা পার হওয়া কুমিরটি বন্য নয়, এক সংস্থার। সংস্থাটি প্রাণী প্রদর্শনের কাজ করে। দুপুরে খাওয়া দাওয়া সারতে গিয়েছিলেন সংস্থার কর্মীরা। তখনই সুযোগ বুঝে সংস্থার ভ্যান থেকে বের হয়ে হাঁটা দেয় কুমিরটি।
এমটিএল ব্লগ থেকে জানা যাচ্ছে, সে সময় মন্ট্রিলের তাপমাত্রা ছিল মাইনাস চার ডিগ্রি! সরীসৃপরা ঠান্ডায় খুবই কাবু হয়ে পড়ে। সেই সময় তাদের চলাফেরার গতি শিথিল হয়ে পড়ে। এই কুমিরটিও সেই কারণেই হেলেদুলে রাস্তা পার হচ্ছিল। তিন দিনে ভিডিওটি ২.৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি নিয়ে নানা রঙ্গরসিকতাও ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।