কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত এ দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’।
উপজেলা অডিটোরিয়ামে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: অমল কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান, সাংবাদিক এমএ সাজেদ, সাংগঠনিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এর আগে সকালে দিবসের প্রচারাভিযানে এক র্যালি বের করা হয়।
Please follow and like us: