সাতক্ষীরায় অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান
সাতক্ষীরায় ৪৮তম মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন’র সেমিনার কক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)’র সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মহান বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ১৫-ই আগষ্ট, ২১ শে আগষ্ট ও ২ শে ফেব্রুয়ারিতে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান কখনও ভোলার নয়। দেশ ও দেশের মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসনীয়। পুলিশরাই পারে জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত সুন্দর সাতক্ষীরা উপহার দিতে। কোন নিরাপরাধ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানীর শিকার না হয় সেই আহবান জানান। অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদানের উদ্যোগের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান।’অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. ইলতুৎমিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব প্রমুখ। মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও এলাহী বক্স প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার ৪৪ জন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারদের সম্মাননা দেওয়া হয় এবং উপহার প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তা ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারদের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিশেষ শাখা’র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।