দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সারা দেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৭টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব, বিএনপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী সংগঠনের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দেবহাটা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
সকাল ১০ টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্ত মঞ্চে তিনজন বীরাঙ্গনা সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান শেষ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে দেশ ও জাতির শান্তি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান শেষে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের কবর সহ অন্যান্য গণকবর জিয়ারত করা হয়।
এছাড়াও মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা সহ প্রীতি ফুটবল খেলা ও সাষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।