আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মারুফ হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মোনায়েম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: