কলারোয়ায় দীপ্ত শপথে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে দীপ্ত শপথে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় বেদনাবিধূর এ দিনটি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, অ্যাড. কাজী আব্দুল্লাহেল হাবিব, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ. সভাপতি এসএম জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক মাস্টার সাইফুল ইসলাম, শেখ সহিদুল ইসলাম, মনোরঞ্জন সাহা, সহকারী অধ্যাপক আবুল খায়ের, রামাকান্ত সরকার, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মাস্টার অনুপ কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা।
Please follow and like us: