দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, রিসোর্স কর্মকর্তা জিএম লোকমান কবির সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Please follow and like us: