কলারোয়ায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা প্রদান
কলারোয়ায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান করা করেছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে স্কুল, মাদরাসা ও কলেজের মোট ১০০ জন ছাত্র ও ছাত্রীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নিবার্হী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সৈয়দ আলী গাজী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।