ডুমুরিয়ার চুকনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৯ উৎযাপন
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় সময় শহীদদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগমের নেতৃত্বে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর র্যালী শেষে বধ্যভূমি প্রাঙ্গণে গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি এবং জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম।
বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস, কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, ইন্সটেকটর মোঃ মনির হোসেন, ওসি তদন্ত পুষ্পেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ফারুক হোসেন, আবুল কালাম মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, মাসুদ রানা, আব্দুল হালিম মুন্না, মনিরুজ্জামান রাজু, শেখ মাহাবুব আলম সোহাগ, বিপ্লব ঘোষ, নাজমুল ইসলাম বাবু প্রমুখ।
Please follow and like us: