বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাকের সভাপতিত্বে প্রথম সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়াদ্দার, মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ মাগফুর আলী লালু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খান, সন্তান কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুজ্জামান, অর্থ-সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, সহ-অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, দপ্তর সম্পাদক শেখ তৈয়েবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জ্যোৎস্না দত্ত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বন্যা সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল্যাহ কবির প্রমুখ। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।