আন্তর্জাতিক সন্মাননা পেল সাতক্ষীরার শিশু সাংবাদিক ইব্রাহিম খলিল
সাংবাদিকতায় আন্তর্জাতিক সন্মাননা পেল সাতক্ষীরার শিশু সাংবাদিক মো. ইব্রাহিম খলিল। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সন্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামে’র উদ্যোগে আয়োজিত সাংবাদিক মৈত্রী অনুষ্ঠানে ‘দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোলকাতার হাওড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও দুই বাংলা অনলাইন সাংবাদিক সভাপতি দেবাশীষ কোলে। বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম’। দুই দেশের সাংবাদিকদের সম্পর্ককে অটুট রাখতে কাজ করে যাচ্ছে এই সাংবাদিক সংগঠনটি। সাতক্ষীরাবাসীসহ সকলকের সহযোগিতা কামনা করেছেন সে।