কলারোয়ায় সোনিয়ার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
সাতক্ষীরা জেলা মানবতার সেবা-র উদ্যোগে শুক্রবার মেধাবী শিক্ষার্থী সোনিয়ার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মানবতার সেবা-র পরিচালক অ্যাড. এম শাহ আলম।
কলারোয়ার বহুড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সোনিয়া খাতুনের চোখের চিকিৎসা অর্থের অভাবে যখন বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই সহায়তার হাত বাড়ালো মানবতার সেবা নামের প্রতিষ্ঠানটি । সোনিয়ার মায়ের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়ার পাশাপাশি তার চোখের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য মঙ্গল কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. আশরাফুল আলম বাবু, সংগঠনের সদস্য এড. আব্দুল্লাহ আল হাবিব, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, পাবলিক ইন্সটিটিউট’র নিয়াজ আহমেদ খান প্রমুখ।