কলারোয়ায় স্মার্ট জীম ফিটনেস সেন্টারের উদ্বোধন
কলারোয়ায় স্মার্ট জীম ফিটনেস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা আলিয়া মাদ্রাসার সামনে ৩য় তলায় প্রতিষ্ঠানটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুল ইসলাম, তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লেয়াকাত হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, সহ এলাকারগন্যমান্য ব্যক্তিবর্গ। স্মার্ট জীম ফিটনেস সেন্টারের স্বত্বাধিকারী ফিরোজ হুসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন-কলারোয়া আলিয়া মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী।