তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ পালিত
“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় মঙ্গলবার(১০অক্টোবর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তালা উপজেলা প্রশাসন ও মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং ইউকে এর অর্থায়নে সকালে একটি র্যালি উপজেলা চত্তর হতে বের হয়ে তালা উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিটি উপজেলা চত্তরে শেষ হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এর অনুপস্থিতিতে সমাজ সেবা অফিসার শেখ আওয়াল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন. তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আকবর হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এম জাহিদুল হক লিটু, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কোয়াডিনেটর সুনান্দা ভদ্রসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।