প্রাণ সায়ের খননের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক:ম্যাপ অনুযায়ী খননের নির্দেশ
তদারকি কমিটির সদস্য নিয়ে প্রাণ সায়ের খাল খননের কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
মঙ্গলবার বিকালে তিনি প্রাণ সায়ের খালের খেজুরডাঙ্গী অংশের খনন কাজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং খাল খননে সহযোগিতার আহবান জানান।
জেলা প্রশাসক এসময় বলেন, প্রাণ সায়ের খাল সাতক্ষীরাবাসীর স্বপ্ন। দখল ও ভরাট হয়ে তা অভিশাপে পরিণত হয়েছিল। ম্যাপ অনুযায়ী পুনঃখননের মাধ্যমে প্রাণ সায়ের খালের প্রাণ ফেরানো সম্ভব হলে তা পুনঃরায় সাতক্ষীরাবাসীর জন্য আশির্বাদে পরিণত হবে।
এসময় তিনি খাল খননে নিয়োজিত ঠিকাদারকে স্থানীয় কৃষকদের সুবিধার্থে এক মাসের মধ্যে খেজুরডাঙ্গী অংশের কাজ শেষ করার নির্দেশ দেন।
তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, খাল পুনঃখননের মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা দূর হবে। আগামীতে এলাকার মানুষের আর কষ্ট থাকবে না। জলাবদ্ধতায় ফসল মার যাবে না। এজন্য স্বপ্ল সময়ের জন্য কষ্ট শিকার করতে হলেও আপনারা খনন কাজে সহযোগিতা করুন।একই সাথে তিনি অবৈধ দখলদারদের দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, খাল খননের পর খালের দু’পাড়ে নতুন করে রাস্তা করে দেব। এজন্য সকল বাধা অতিক্রম করে কাজ করতে হবে। খনন কাজ অবশ্যই ম্যাপ অনুযায়ী হতে হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মে র সহসভাপতি ইঞ্জিনিয়র আবেদুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।