তালা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মানবতার দেয়ালের শুভ উদ্বোধন ঘোষণা
আজ ১০ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুর ১২:০০ টা সময় তালা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মানবতার দেয়াল এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে শুভ উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেন ও তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ০৩ নং সরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, প্রাক্তন মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সবুর তালা উপজেলা ভূমি অফিসের নাজির – কাম ক্যাশিয়ার খান নুরুল আমিন, ভূমি অফিসে প্রধান সহকারী ভারপ্রাপ্ত অসীম চক্রবর্তী, সার্টিফিকেট সহকারী মোঃ তহিদুজ্জামান, অফিস সহকারী মোঃ তরিকুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনার অপ্রয়োজনীয় পোশাক টি দিয়ে যান এবং আপনার প্রয়োজনীয় পোশাক টি নিয়ে যান। এবং তিনি এই কাজের প্রশংসা করে আরও বলেন এটার মাধ্যমে গরিব ও মেহনতি মানুষের খুব উপকার হবে।
এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন এখন থেকে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় পোশাক গুলো এখানে রেখে দিয়ে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় পোশাক এখান থেকে নিয়ে যান। এত সুন্দর একটা উদ্যোগ কে স্বাগত জানিয়েছে পাটকেলঘাটা বাসী