সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুলতানপুর বড় বাজারে জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শেখ নাসেরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চ ল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মাসুদুর রহমান, আমিনুর রহমান মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন মন্টু, ওলিউর রহমান, কামাল হোসেন, আব্দুল রহিম প্রমুখ। এসময় জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।
Please follow and like us: