সাতক্ষীরায় ছাত্রলীগের প্রচার মিছিল অনুষ্ঠিত
আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে ছাত্রলীগের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ প্রচার মিছিলে অংশ নেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস- চেয়ারম্যান, শেখ তানভীর হুসাইন সূজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কনক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাশিম উদ্দীন হিমেল, শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান নিশান, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কাজী সাদিক দিপ, রাহি ফেরদাউস, আরাফাত জয়, আসিফ মাহমুদ প্রমুখ৷
Please follow and like us: