কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে তুলছে বালু(ভিডিও সহ)
সাতক্ষীরার কালিগঞ্জে নতুন পাকা সড়ক নির্মাণে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে ঠিকাদার। অধিক লাভের আশায় স্থানীয় প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ওই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের বালাপোতা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে মাছের ঘের থেকে বালু উত্তোলন করছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাবেক ছাত্রলীগের সভাপতি বালাপোতা রাস্তার ঠিকাদার গৌতম লস্কর।
সরেজমিনে যেয়ে দেখা যায় বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উজিরপুর গেট সংলগ্ন হাড়িভাঙ্গা অবদা পর্যন্ত ২ কিলোমিটার নতুন কারপেটিং রাস্তা তৈরি হচ্ছে। তবে রাস্তা ভরাটের কাজে অবৈধ ভাবে ঘের থেকে বালু উত্তোলন করে ব্যবহার করছে ঠিকাদার গৌতম। সাবেক ছাত্রলীগের সভাপতি হওয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করলেও কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেনা প্রশাসন এমনই অভিযোগ স্থানীয়দের।
https://www.facebook.com/100034158735796/videos/183704856111471/
বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র সরকার অভিযোগ করে বলেন,বালাপোতা রাস্তা তৈরির কাজ আরম্ভ হয়েছে বেশ কিছু দিন আগে। কিন্তু রাস্তা তৈরির কাজে ঠিকাদার পাশের একটি মাছের ঘের থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে রাস্তার কাজে ব্যবহার করছে।স্থানীয় প্রতিনিধিরা বাঁধা প্রদান করার পরও সেটি উপেক্ষা করে সে বালু উঠিয়ে রাস্তার কাজে ব্যবহার করছে। যার ফলে এলাকার ব্যাপক ক্ষতি সাধন হতে পারে।
স্থানীয় একজন কৃষক বলেন,ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার জন্য তার ফসলী জমি ভেঙ্গে মাছের ঘেরের ভিতরে চলে যাবে। ঠিকাদারকে বার বার নিষেধ করলেও কারও বারণ শুনছেনা সে প্রভাব খাঁটিয়ে ১৫ দিন ধরে বালু তুলে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য তাদের বসত বাড়ীর ও জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। তারপরও কোন কিছু না ভেবে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ঠিকাদার গৌতম লস্কর অবৈধ কাজ করে চলেছে।
অবৈধ বালু উত্তোলনের বিষয় ঠিকাদার গৌতম লস্কর বলেন, বালা-পোতা রাস্তার কাজ তারা ৭ জন ঠিকাদার মিলে করছেন। তবে অবৈধ জেনেও ঘের থেকে তারা বালু উত্তোলন করছেন বলে জানান তিনি।
এবিষয়ে চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, খাল থেকে বালু উত্তোলনের জন্য তিনি ঠিকাদারকে অনুমতি দিয়েছেন। এখন ঠিকাদার কোথা থেকে বালু উত্তোলন করছে তিনি সেটা জানেননা।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন,বিষয়টি সম্পর্কে তিনি অবগতনন। তবে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।