আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে কলারোয়ায় মানববন্ধন ও আলোচনা সভা
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে কলারোয়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘দুর্নীতি সামাজিক ব্যাধি। সবাইকে মন থেকে নীতি নৈতিকতা মেনে চললে দুর্নীতি রোধ করা সম্ভব।
’‘দুর্নীতিকে করব শেষ, সবাই মিলে গড়ব সোনার দেশ’-শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিরবক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, ‘সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকতে হবে নয়লে কঠোর ব্যবস্থা। বিশেষ অতিথির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘মানসিকতা পরিবর্তন করতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে পারলে, অন্যকেও দুর্নীতিমুক্ত রাখা সহজ হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলি, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, সমবায় অফিসার নওশের আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এমএ সাজেদ, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, আসাদুজ্জামান আসাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি লতিফা আখতার, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, শিক্ষক স্বপন চৌধুরী, শিক্ষক তজিবুর রহমানসহ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বয় স্কাউট, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। এর আগে উপজেলা পরিষদের গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।