জালিয়াতি চক্রের হোতা নাশকতা মামলার আসামীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আওয়ামী লীগ পরিবারের সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় জালিয়াতি চক্রের হোতা নাশকতা মামলার আসামীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য এক আওয়ামীলীগ পরিবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সদরের বেতলা গ্রামের মৃত হামজউদ্দিন সরদারের ছেলে আওয়ামী বাস্তুহারা লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, জালিয়াতি চক্রের হোতা রাজ্জাক গত ৮/১২/১৯ তারিখে আমার ,আমার পুত্র চাচাতো ভাইসহ ছয়জনকে জড়িয়ে একটি মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক একটি সংবাদ সম্মেলন করে। প্রকৃত ঘটনা হলো, রাজ্জাক যে জমির কথা বলেছেন ওই জমি নিয়ে আমাদের সাথে তার কোন বিরোধ নেই। সম্মত্তির মুল মালিক মৃত আনছার আলীর তিনপুত্র ও এক কন্যা স্ত্রী। আনছার আলীর পৈত্রিক সম্পত্তি নিয়ে একই এলাকার আব্দুস সালামের বিরোধ হলে আনছার আলী জীবিত থাকা অবস্থায় আব্দুস সালামকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানী মামলা করে। যা এখনও চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগে জালিয়াতি চক্রের হোতা আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আতাউল হকের নেতৃত্বে কতিপয় ব্যাক্তি বিবাদীরা কাছ থেকে কোন প্রকার যাচাই বাচই ছাড়া উক্ত সম্পত্তি ক্রয় করে। আনছারের মৃত্যুর পর তার পুত্ররা আমার কাছে সহযোগিতা চাইলে আমি তাদের সহযোগিতা করেছি মাত্র। একটি অসহায় পরিবারকে সহযোগিতা করার কারণে জালিয়াতি চক্রের হোতা আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা চাঁদাবাজি ও ভুমিদখলের অভিযোগ দিচ্ছে। এছাড়া উক্ত জালিয়াতি চক্র পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে সেখানে আমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি।
তিনি আরও বলেন আমার পুত্র নাজমুল হোসেন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে উক্ত কুচক্রী মহল বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক। জেলা জালিয়াতি চক্রের হোতা রাজ্জাক ও আতাউলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।