অভিনেত্রীদের অশ্লিল ছবি ব্যবহার করে ‘অনলাইন’ প্রতারণা
সাধারণ মানুষেরা অভিনেতা-অভিনেত্রীদের সব কিছুই যেন অনুসরণ করতে চান। আর এই সুযোগে ‘থাই অনলাইন শপ ব্যাংকক’ নামের একটি অনলাইন শপ। কয়েকজন অভিনেত্রীর অশ্লিল ছবি ব্যবহার করে তারা প্রতারণা করছেন।
ওজন কমানোর একটি ওষুধের বিজ্ঞাপনে তারকাদের ছবি ব্যবহার করা হচ্ছে। আর সেখানে বলা হচ্ছে তারা নাকি ওই ‘ক্যাপসুল’ খেয়ে ওজন কমিয়েছেন।
ইতোমধ্যে অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা বিষয়টি নিয়ে বলেছেন, এটা ভুয়া। আপনারা এটা মোটেও বিশ্বাস করবেন না।
ঈশিতা ছাড়াও অভিনেত্রী নিপুণ ও জয়া আহসানের ছবি ব্যবহার করা হয়েছে। তাদের ছবির বিজ্ঞাপনেও একই কথা বলা হয়েছে যে ক্যাপসুল খেয়ে তারা ওজন কমিয়েছেন। গ্রাহকেরা চাইলে তাদের মতো ক্যাপসুল খেয়ে ওজন কমাতে পারেন।
গত ২৮ নভেম্বর নিপুনের নাম ও ছবি ব্যবহার করে অনলাইন প্রতিষ্ঠানটি লিখেছে, মডেল নিপুন আপুর মতো আপনি অরগানিক ক্যাপসুল খেয়ে ওজন কমিয়ে নিতে পারেন। প্রতিদিন খাবেন মাত্র ৬ টি করে ক্যাপসুল।
শুধু তাই নয় এই অরগানিক ক্যাপসুল খেলে ফ্যাট খাবার খেলেও শরীরে চর্বি হবে না বলে প্রতারণামূলক তথ্য প্রচার করে আসছে তারা। সঙ্গে সারা শরীরে জমে থাকা ফ্যাট যা এতো দিন আপনার সৌন্দর্যের জন্য বাঁধা হয়ে ছিলো সেগুলো ঝড়ে যাবে বলে জানাচ্ছে তারা।