আরচ্যারীতে হ্যাটট্রিক স্বর্ণ জিতলো বাংলাদেশ
চলমান এসএ গেমসে দারুণ একটি দিন পার করছে বাংলাদেশের আর্চাররা। গেমসের অষ্টম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেবল আরচ্যারী থেকেই এসেছে তিনটি স্বর্ণ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে সবশেষ স্বর্ণ পেয়েছে বাংলাদেশ।
রোববার অনুষ্ঠিত ফাইনালে ভুটানের প্রতিযোগীদের হারিয়ে এই বিভাগে স্বর্ণ জেতেন রোমান সোনা ও ইতি খাতুন জুটি।
দিনের শুরুতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতে বাংলাদেশ। এই দুটি ইভেন্টের ফাইনালেই শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশের তীরন্দাজ দল।
স্বর্ণজয়ের শুরুটা হয় পুরুষ দলগত ইভেন্ট দিয়ে। সেখানে শ্রীলংকাকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। লাল সবুজদের দলে ছিলেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।
এ খেলায় বাংলাদেশ ৫৫-৫১ পয়েন্টের ব্যবধানে প্রথম সেট জিতে নেয়। তবে পরের সেট ৫৫-৫৭ তে হেরে যায় রোমান সানার দল। তৃতীয় সেটটি ৫৪-৫১ ব্যবধানে জেতে বাংলাদেশ। শেষ সেটটি ৫৪-৫৪ তে ড্র হলেও আগেরগুলোতে এগিয়ে থাকায় ৩-২ সেটে জিতে যায় বাংলাদেশ।
আট দিনে এ নিয়ে দশটি স্বর্ণপদক জিতলো বাংলাদেশ। ক্রিকেট ইভেন্ট থেকে আরো দুটি স্বর্ণজয়ের প্রত্যাশায় আছেন সবাই। সব মিলিয়ে সফল একটি ইভেন্টই কাটাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা।