নারী ও কিশোরীদের মাঝে হাস বিতরণ
সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজের আয়োজনে এবং ফাউন্ডেশন ফি’র আর্থিক সহযোগিতায় মানব পাচার এবং যৌন নির্যাতনের শিকার সারভাইভারদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২ দিন ব্যাপী হাঁস প্রশিক্ষনের সমাপ্তি ও হাস বিতরণ করা হয়। শুক্রবার সকালে পলাশপোল বউ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারভাইভারদের মাঝে হাস বিতরণ করেন সদর থানার সাব-ইন্সেপেক্টর মো: মোবাশ্বের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈডঈঝ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ঈডঈঝ সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধ এবং পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারবাইভারদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি আপনাদের মাঝে যে হাস দিচ্ছে তা যত্ন করে পালন করবেন। যদি আপনারা ভালভাবে হাস পালন করতে পারেন তাহলে কাজের জন্য আর বাইরে যেতে হবে না, আপনারাই এই হাস দিয়ে নিজেরাই স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে ভুমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, শুধুমাত্র একক কোন সংস্থার পক্ষে পাচার প্রতিরোধ করা সম্ভব নয় আমাদের সবারই সচেতন থেকে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে তাহলেই সমাজ থেকে পাচারের মত জঘন্য অপরাধ থেকে দূর হবে।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, জীবনে চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসবে সেগুলি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভয় পেয়ে বসে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে তাহলেই জীবনে সফলতা আসবে। তিনি বলেন আজ প্রশিক্ষণের শেষ দিন আপনাদের মাঝে ১৫টি হাস, হাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই হাসগুলো পালন করে আপনাদের সন্তানদের লেখাপড়ার খরচসহ পরিবারেও আর্থিক স্বচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডব্লিউসিএস-এর লিয়াজো অফিসার রুহুল আমিন।