ভূটানকে একাই হারিয়ে দিলেন সৌম্য সরকার
সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের ফেবারিট বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রান তোলে ভূটান। জবাবে সৌম্যের অর্ধশতকে ১৩.১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
৭০ রানের লক্ষ্যে বাংলাদেশের ব্যাটিং উদ্বোধন করেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। তাদের সামনে পাত্তাই পায়নি দুর্বল ভূটানের বোলাররা। কোনো উইকেট না হারিয়েই মাত্র ৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
২৮ বলে ৫০ রানের চোখজুড়ানো এক ইনিংস খেলে ভূটানকে একাই বিধ্বস্ত করেন সৌম্য সরকার। তার ইনিংসে ৫টি চার ও ৩টি ছয়ের মার। অপরপ্রান্তে ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার নাঈম।
নেপালের কির্তীপুরের ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভূটান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রানের বেশি তুলতে পারেনি ভূটান।
সর্বোচ্চ ১৫ রান আসে ওপেনার তেনজিন ওয়াংচুক জুনিয়র। এছাড়া জিগমে সিঙ্গে ১৩ ও জিগমে দর্জি করেন ১২ রান।
বাংলাদেশের সফলতম বোলার ৪ ওভারে ৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।