ক্যান্সার আক্রান্ত মালেক বাঁচতে চায় সাহায্যের আকুতি সমাজের বিত্তবানদের কাছে
তালার খলিষখালীর মৃত বাছের আলী মোড়লের পুত্র মালেক মোড়ল (৫৬)প্রায় তিনমাস যাবত দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসা মানবতার জীবনযাপন করছে। মালেক মোড়ল পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। চার মেয়ে ১ছেলে নিয়ে জীর্ণ কুটিরে তার বসবাস। সংসারে নুন আনতে পানতা ফুরায়। অভাব অনাটন লেগে থাকে বারমাস।
বুধবার সরজমিনে গিয়ে চোখে পড়ল তার দুদর্শার করুন সচিত্র।
কথা হয় মালেক মোড়লের কন্যা নাছিমা বেগমের সাথে তিনি জানান,গত তিনমাস পূর্বে হঠাৎ বাবা আসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে ডাক্তার জানায় বাবার মরনব্যাধী ক্যান্সার হয়েছে । যেন বিনামেঘে বজ্রপাত ঘটল আমার মাথায়। সেখান থেকে আজও আমার বাবা অর্থের অভাবে বিনাচিকিৎসায় বাড়িতে মৃত্যুর প্রহর গুনছে । আমরা ডাক্তারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে হয়তবা বাবাকে বাঁচানো সম্ভব হবে।
তার জন্য প্রয়োজন অনেক অর্থের। আমরা গরীব মানুষ এত টাকা কোথায় পাব বলতে পারেন? সমাজের বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে হয়তবা আমার বাবাকে বাচাঁনো সম্ভব হত । সরকারি কোন সহযোগিতা পেয়েছেন কিনা তা জানতে চাইলে করুন আকুতির সুরে প্রতিবেদককে নাছিমা বেগম জানান, আমরা গরীর মূর্খ মানুষ অতসত বুঝিনা কোথায় গেলে সরকারী সহযোগিতা পাব তাও জানিনা। আমার বাবাকে কিভাবে বাঁচানো তাও বুঝতে পারছিনা। নাকি গরীর হয়ে জন্মানোটাই পাপের, এভাবে কি ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হবে আমার বাবা।
আমাদের তো যতটুক শেষ সম্বল ছিল তাও শেষ হয়ে গেছে আরও ধার দেনা করে চিকিৎসা করিয়েছি।সরকার ও সমাজের বিত্তবান যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত হয়তা আমার বাবাকে চিকিৎসাটা করাতে পারতাম। বাধ্যহয়ে এখন বিনাচিকিৎসায় বাবাকে বাড়িতে ফেলে রেখেছি। বিষয়টা নিয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমার ইউপি সদস্য উত্তম কুমার দে বিষয়টা আমাকে অবগত করেছেন।
আমি আমার পরিষদের পক্ষ থেকে যতদুর সম্ভব সহযোগিতা করব। কিন্তু আমার একার পক্ষে চিকিৎসার ভার বহন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমাজের বিত্তশালীদের সহযোগিতার হাত। সমাজের বিত্তবানরা যদি সহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে গরীর মানুষটিকে হয়তবা বাঁচানো সম্ভব হত। এমন অবস্থায় মালেক মোড়লকে বাঁচানোর জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে তার পরিবারবর্গ। নাছিমা বেগম বিকাশ নং-০১৭৯২-৩৩৩৭৮৩।