তালায় যথাযোগ্য মর্যাদায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালিত
‘‘অভিগম্য আগামীর পথে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালিত হয়েছে।সকালে প্রতিবন্ধীদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী তালা উপ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে,তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড, মুস্তফা লুৎফুল্লাহ।
সমাজ কর্মী তৌফিক এমরানের সঞ্চলনয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আকবর হোসেন, সূচনা বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, ফিল্ড সুপারভাইজার মোঃ এনামুল হক, সমাজকর্মী গাজী সুলতান আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, উচ্চমান সহকারী আসাদুল হক, অফিস সহকারী তৌহিদুর রহমান(কালু) মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ ওসমান আলী, তালা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আশিষ কুমার, মুক্তি ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী জোসেফপ্রমুখ। উক্ত প্রতিবন্ধী দিবসে তালা উপজেলা বধির প্রতিবন্ধী সংগঠন, বিভিন্ন প্রতিবন্ধী স্কুলসহ উপজেলার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। শিশুর সহায়তা অধিকারের জন্য ১০৯৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।