গরীব মানুষের অর্থ অপচয় রোধে সরকার গ্রাম আদালত গঠন করেছে -ইউএনও মোজাম্মেল হক রাসেল
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউপি সদস্য সদস্যাদের অংশগ্রহণে কোর্স পরিচালক ছিলেন স্থানীয় সরকারের সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত, কোর্স সমন্ময়কারী ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল।
এ সময় ইউএনও বক্তব্যে বলেন, সরকার আপনাদের মাধ্যমে গ্রাম পর্যায়ে উন্নয়ন করছেন, সেক্ষেত্রে ঐ উন্নয়নে কাজ হতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। আপনারা জনকল্যাণে কাজ করার ব্রত নিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। সুতারাং সকল প্রকার উন্নয়ন কাজে অনিয়ম ও দূর্ণীতির উদ্ধে থাকতে হবে। আমি অফিসে বসে নয় গ্রাম পর্যায়ের উন্নয়নমুলক কাজ সরেজমিনে দেখতে চাই। গরীব মানুষের অর্থ অপচয় রোধে সরকার গ্রাম আদালত গঠন করেছে। গ্রাম আদালত সম্পর্কে ভাল ভাবে পড়তে বুঝতে হবে। উপজেলার কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউপির ২২জন সদস্যের উপস্থিতিতে ইউএনও আরও বলেন গ্রাম আদালত সক্রীয়করণে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে।
এটা শুধু ব্যানার বা বক্তব্য নির্ভর হলে চলবে না। জনগনের কল্যাণে বাস্তবধর্মী কাজে এগিয়ে যেতে হবে। ফৌজদারি ২৭ টি ধারার মামলা নিতে পারবে না, তিন মাস কিংবা সর্বোচ্চ ১‘শ ২০ দিনের মধ্যে বিচার কার্য নিশ্পত্তি করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়নের পরিচালক আব্দুল কাদের, উপজেলা সমন্ময়কারী শাহিনুর রহমান, গ্রাম আদালতের সহকারী নুর হোসেন।